‘এমপি মন্ত্রীদের আদিবাসীদের স্বার্থ রক্ষার দাবি তামাশা মনে হয়’

জাতীয় টপ নিউজ

image_158407.r415মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, জাতীয় সংসদে যখন কোনো এমপি বা মন্ত্রী আদিবাসীদের স্বার্থ রক্ষার দাবি জানান তখন আমার কাছে তা তামাশা মনে হয়। কারণ তারা চাইলেই সমতল ভূমি কমিশনের যে আইন রয়েছে সেটি পাস করিয়েই আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ করতে পারেন। কিন্তু তা না করে তারা সংসদে হাস্যকর দাবি তুলেন। বুধাবর রাজধানীর মোহাম্মদপুরে আদিবাসীদের মানবাধিকার শীর্ষক এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, আদিবাসীদের সংস্কৃতি আমরা গর্বের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রচার করি। কিন্তু আমরা তাদের স্বীকৃতি দিতে চাই না। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর বড় একটি অংশ আজ করপোরেট বডি হয়ে গেছে। তারাই যে ভূমি দস্যুদের ভূমি দখলে সহযোগিতা করছে না সেটা কীভাবে বিশ্বাস করবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *