অপহৃত তরুণীকে বাঁচালো গুগল ম্যাপ

Slider তথ্যপ্রযুক্তি

google-mapsবেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে হতে উনিশ বছরের এক তরুণীকে অপহরণ করেছিল পাঁচজন ব্যক্তি। পরবর্তী সময়ে তারা ওই তরুণীকে ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় আটকে রাখে।

বিবিসি জানাচ্ছে, অপহৃত তরুণী কোন ক্রমে নিজের মোবাইল ফোনটি অবশ্য নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করেছিলেন।

ওই তরুণী তারপর সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন।

পুলিশ এরপর সোমবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।-বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *