আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ডিডিএলজি মঈনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু অংশ নেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।