মেয়র পদে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৮ জানুয়ারি

Slider ঢাকা
grambanglanews24.com
grambanglanews24.com

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে।এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। আর যাচাই বাছাই ২১ ও ২২ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ডিএনসিসির মেয়র আনিসুল হকের অকালমৃত্যুতে ডিএনসিসিতে মেয়র পদ শূন্য হয়েছে গত ৩০ নভেম্বর। গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *