পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ৩৬

Slider সারাবিশ্ব

281816_167

 

 

 

 

পেরুতে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বাসটি খাড়া পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে সৈকতে আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
পেরুর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই বাসে ৫০ জন আরোহী ছিলেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।
রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিতে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় কুরভা দেল দিয়াবলো, বাংলায় যার অর্থ শয়তানের বাঁক।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে জানায় ওই দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটরে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *