রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিকিনি পরা ছবি শেয়ার করলেন দিশা

Slider বিনোদন ও মিডিয়া

image

 

 

 

 

 

 

 

বলিউডের অন্যতম সুন্দরী। ছবির সংখ্যা কম হলেও, তাঁর মিষ্টি হাসি ও নাচের স্কিলের ভক্ত অসংখ্য।

ইনস্টাগ্রামে মাঝে মাঝেই নিজের ছবি শেয়ার করেন দিশা পটানি। খোঁজ দেন তাঁর জীবনের নানা মুহূর্তের। শনিবার তেমনই একটি ছবি পোস্ট করেছেন দিশা। বছরের শেষ ক’টা দিন তিনি যে একেবারেই হলিডে মুডে রয়েছেন সে কথা জানান দেওয়ার পাশাপাশি ছবিতে তাঁর লুক নজর কেড়েছে নেটিজেনদের।

 

DSRvwW_UIAA65EO

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সি বিচের ধারে বালির উপর বসে রয়েছেন নায়িকা। সাদা বিকিনি পরা এই ছবি পোস্ট করেছেন দিশা। একান্তে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

লোকেশন নিয়ে সরাসরি কিছু না জানালেও, মনে করা হচ্ছে ছবিটি শ্রীলঙ্কার কোনও বিচের ধারে। কারণ দিন কয়েক আগেই টাইগার শ্রফের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। দিশা জানিয়েছিলেন, বর্ষবরণ করতে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে যাচ্ছেন নায়িকা।

ইন্ডাস্ট্রিতে বহুদিনের গুঞ্জন, প্রেম করছেন টাইগার ও দিশা। তবে কি সমুদ্রের তীরে বসে দিশার এমন ‘সেক্সি’ ছবি টাইগারেরই তোলা? সেটা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *