বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পালকে যুক্ত হল নতুন আরেকটি পালক। সম্প্রতি পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল (পিইটিএ)-র পক্ষ থেকে অনুশকা শর্মাকে দেওয়া হলো পার্সন অফ দ্য ইয়ারের খেতাব।
ইন্ডিয়া এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, প্রতিবছর পশুপ্রেমী তারকাদের দেওয়া হয় এই খেতাব। জানা গেছে, নায়িকা আনুশকা শর্মার বাড়িতে ডুড নামে এক পোষ্য রয়েছে। একইসঙ্গে পশুদের রক্ষা করার পাশাপাশি তার নিষ্ঠুরতা মুক্ত NUSH ক্লোদিং লাইন চালু করার প্রচেষ্টাও উল্লেখযোগ্য।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পশুদের জন্য মুম্বাইয়ের রাস্তায় গাড়ির গতি নিয়েও প্রতিবাদ জানান অনুশকা শর্মা। এছাড়া, আতশবাজির নিয়ে কুকুরদের ভয় দেখানো নিয়ের সোচ্চার হন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি একজন নিরামিশাষীও। ২০১৫ সালে তিনি হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটি-র খেতাবও পান। এক বিবৃতিতে পিইটিএ-র অ্যাসোসিয়েটেড ডিরেক্টর সচীন বঙ্গেরা পশুদের নিয়ে অনুশকার উদারতা ও উদ্যোগের কথা তুলে ধরেন। অনুশকাকে এই সম্মান দিয়ে তারা গর্বিত বলেও জানান।