এত বেশি মুক্তিপণ দিতে রাজি হচ্ছেন না সৌদি যুবরাজ তালাল

Slider সারাবিশ্ব

ca1367cc305340f7aa8fcb3a2108a443_18

 

 

 

 

ছয়শ কোটি ডলার মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় এখনও মুক্তি পান নি সৌদি ধনকুবের যুবরাজ ওয়ালিদ বিন তালাল। বিষয়টি নিয়ে এখনও দেনদরবার চলছে।

গত নভেম্বরের প্রথম সপ্তাহে সৌদি আরব দুর্নীতির অভিযোগে যে কয়জন প্রিন্স ও মন্ত্রীকে আটক করেছে তার মধ্যে তালালও রয়েছেন। আটকের পর থেকে বিশ্ব মিডিয়াতে তাকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা।

এবার সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালালের মুক্তির বিনিময়ে ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার দাবি করেছে বর্তমান রাজা সালমানের নেতৃত্বাধীন সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে দেশটির বিলাসবহুল হোটেল রিজ কার্লটন-এ গত প্রায় দুই মাস ধরে বন্দি রয়েছেন ওয়ালিদ। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ওয়ালিদের কাছ থেকেই সবচেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।

এর আগেও অর্থের বিনিময়ে অন্তত একজন প্রিন্স মুক্তি পেয়েছেন বলে খবর এসেছে।
রিয়াদের রিজ কার্লটন হোটেলটি এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে পরিচিতি পেয়েছে।

২০১৭ সালের নভেম্বরে ফোর্বস তালাল বিন আবদুল আজিজকে বিশ্বের শীর্ষ ৪৫তম ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। এ সময় তার সম্পত্তির নেট মূল্যমান ছিল ১ হাজার ৮০০ কোটি ডলার।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *