পাকিস্তানে চার্চে আত্মঘাতী হামলায় নিহত ৮

Slider সারাবিশ্ব

 

160614pakistan-death

 

 

 

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ রবিবার বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে ওই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত চার্চে উদ্ধার অভিযান চলছে। এদিকে ওই আত্মঘাতী হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দুইজন আত্মঘাতী হামলাকারী চার্চে প্রবেশ করে। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্য আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বুগতি আরও বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেয়ার ওপর জোর দিচ্ছে।
বুগতি আরো বলেন, ওই হামলাকারীদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছ।

বিস্ফোরণের পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোয়েটার জারগুন রোডের ওই এলাকা ঘিরে রেখেছে।

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *