কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেপ্তার

বাংলার আদালত

image_157622.arrest_logo 3সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার যুগিখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী দফাদারের ছেলে আব্দুর রাজ্জাক (২৭),পাইকপাড়া গ্রামের মৃত ইলাহি বকসের ছেলে আবুল কাশেম (৪৫) এবং আবুল কামেমের ছেলে সাহাদাৎ হোসেন (২২)।
কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ওয়ারেন্টভুক্ত আসামি রাজ্জাক, কাশেম এবং সাহাদাৎ বাড়িতে অবস্থান করছে। পরে সরসকাটি পুলিশ ফাঁড়ির এএসআই মনীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় স্ত্রীর দায়েরকৃত মামলার ওয়ারেন্ট রয়েছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *