বিশ্বের বর্তমান সভ্যতা কতদিন টিকে থাকবে এ বিষয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬১ সালের ড্রেক ইকুয়েশন, যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীদের সভ্যতার একটি হিসাব করা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অ্যাস্ট্রোনমার উডরাফ সুলিভান ও অ্যাডাম ফ্র্যাংক এবং তাদের কয়েকজন সঙ্গী গবেষণা করে জানিয়েছেন, এটাই প্রথমবার নয়, যখন প্রাণী তাদের নিজের ভবিষ্যৎ অবলোকন করতে পারছে এবং তা নির্ধারণ করতে পারছে।
ড্রেক ইকুয়েশন অনুযায়ী বিপুল এনার্জি ব্যবহারকারী সভ্যতার একটি হিসাব করা হয়েছে। তাতে দেখা গেছে, মহাকাশে আমাদের নিকটবর্তী এলাকায় প্রতি এক মিলিয়ন বিলিয়ন বসবাসযোগ্য গ্রহের মধ্যে একটিতে যদি এ ধরনের সভ্যতা থাকে তা হলেও তার সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়, যারা এখন মানুষের মতো পর্যায় পার করছে।
গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর ভবিষ্যৎ এখন অনেকাংশেই নির্ভর করছে পৃথিবীর অধিবাসীদের ওপর। গবেষকরা একমত হয়েছেন যে, পৃথিবীর অদূর ভবিষ্যতে আপাতত কোনো হুমকি দেখা যাচ্ছে না। কিন্তু এর অনেকখানি নির্ভর করছে মানুষের কার্যক্রমের ওপর। অর্থাৎ মানুষই এখন পৃথিবীর জন্য আপাত বড় হুমকি।