সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন

Slider সিলেট
 102255
সিলেট প্রতিনিধি ::
আজ রবিবার (৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০ঘটিকার সময় সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারাদেশে কোচিং বাণিজ্য বন্ধ ও কোচিং বাণিজ্য’র মুল হোতাদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এছাড়াও মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল অব: জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক, এনজিও ফেডারেশনের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় পরিচালক নিরু শামসুন্নাহার।
মানববন্ধনে বক্তারা বলেন, হাতে গোনা  কিছু সংখ্যক অসাধু শিক্ষকদের কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জীবন আজ হতাশায় পর্যবসিত হতে চলেছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিত্যদিনের পাঠ পরিক্রমা ঠিকমত না বুঝিয়ে কৌশলে শিক্ষার্থীদের কোচিংয়ে যেতে বাধ্য করা হয়। যার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানিয়ে বলেন, দেশের লাখ লাখ পিতা-মাতা শিক্ষার্থীদের কোচিং এর ফি সহ অন্যান্য শিক্ষা উপকরণ যোগাড়ে সর্বশান্ত হয়ে পড়ছেন।
বক্তারা অবিলম্বে কোচিং বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে সরকারের কাছে জোরদাবী জানান। পাশাপাশি কোচিং বাণিজ্য বন্ধে সচেতন মহলকে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ইমজার সভাপতি সাংবাদিক আল আজাদ, বিএনসিসি’র ক্যাপ্টেন প্রফেসর ড. তোফায়েল আহমদ, শাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, বিএনসিসি’র লেঃ মনিরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (সজেকা) উপ-সহকারী পরিচালক মোঃ তাজুল ইসলাম ভূইয়া, সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমদ, ছাত্র প্রতিনিধি জিএম ইমরান হোসেন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *