কোটালীপাড়ায় কলাবাড়ী ইউনিয়নে একটি রাস্তার দাবি হাজারও মানুষের

Slider ঢাকা বাধ ভাঙ্গা মত

Photo-2(1)

 

 

 

 

 

এম আরমান খান জয়,গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ৩ নং ্ওয়ার্ডের পেটকাটা গ্রামে একটি রাস্তার দাবি হাজারও মানুষের। সরেজমিন ঘুরে দেখা যায়, পেট কাটা গ্রামের সূনীল কীর্তনিয়ার বাড়ি থেকে অমিয় কীর্তনিয়ার বাড়ি হয়ে সাবেক ইউপি সদস্য মাধব বাড়ৈ, বর্তমান মহিলা ইউপি সদস্য গীতা রাণী ফলিয়ার বাড়ির নিকট দিয়ে ঘাঘর নদী পর্যন্ত একটি রাস্তার অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের ব্যবসায়ী,ছাএ-ছাএী, কৃষক সহ সাধারন মানুষের । অমিয় কীর্তনিয়া (৪৫) কিশোর বিশ^াস (৩৫) মনোরঞ্জন বিশ^াস(৩৫) সহ একাধিক এলাকা বাসি দাবি জানিয়ে বলেন- জে এল নং-৩ কলাবাড়ী মৌজায় সুনীল কীর্তনিয়ার বাড়ি হইতে অমিয় কির্তনিয়ার বাড়ি পর্যন্ত একটি সরকারি হালট রয়েছে, যাহার নং-৩৫২৭। এই হালটটিতে রাস্তা তৈরী করে দিলে আমাদের এই এলাকার হাজার হাজার মানুষের, রাজৈর-কোটালীপাড়া সড়ক থেকে যাতায়াত করতে, পণ্য পরিবহণে ও চাষাবাদের ফসল ঘরে তুলতে সুবিধা হয়। এলাকাবাসী আরো বলেন আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা এই রাস্তাটি। যাহা ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝার সাথে আলাপ-আলোচনা করলে তিনি আমাদেরকে বার বার আশ^াস দিয়েও কোন ব্যবস্থা নেননি। তাই এব্যপারে আমরা উপজেলা পরিষদ, এলজিইডি সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন- এলাকাবাসী সার্বিক সহযোগিতা করলেই রাস্তাটি করার জন্য ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *