ঢাকা: ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের জড়িত খুনিদের গ্রেফতার না করার প্রতিবাদে স্বরাষ্ট মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রসেনা, ঢাকা মহানগর শাখা।
রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এ ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনটি। তবে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে লিংক রোডে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক চিশতীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে মন্ত্রণালয়ে যায়। মন্ত্রণালয় থেকে ফিরে এসে নুরুল হক চিশতী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতোদিন পর্যন্ত ফারুকী হত্যাকাণ্ডের বিচার না হবে ততোদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচির মতো কঠিন কর্মসূচি দিতেও আমরা পিছপা হবো না।
তিনি ঘোষণা করেন, আগামী বছরের ২৪ জানুয়ারি ঢাকায় সংগঠনের মহাসমাবেশের কর্মসূচি রয়েছে। তার আগে যদি ফারুকী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হয়, তাহলে ঢাকায় লাগাতার অবরোধ কর্মসূচি চলবে।
বিক্ষোভ মিছিলের আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশে ইসলামী ছাত্রসেনার নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে নুরুল ইসলাম ফারুকীর ছেলে মাওলানা আহমেদ রেজা ফারুকী সরকারের প্রতি অভিযোগ করে বলেন, এ হত্যাকাণ্ডের জড়িতদের নামের তালিকা আমরা প্রশাসনকে দিলেও প্রশাসন আজ পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি। খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।
ছাত্রসেনার ঢাকা মহানগর সভাপতি মাসউদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলানা মাসউদ হোসাইন আল-কাদেরী, অর্থ সচিব আলহাজ মুহাম্মদ আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, ছাত্রসেনার দফতর সম্পাদক মোহাম্মদ গোলাম জিলানী মিয়াজী প্রমুখ।