আলজাজিরার কার্যালয় উড়িয়ে দেওয়া হবে : আমিরাত কর্মকর্তা

Slider সারাবিশ্ব

131848UAE-Chief-Security

 

 

 

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান।

হুমকির কারণ হিসেবে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়ার কথা জানিয়েছেন দুবাইয়ের এই নিরাপত্তাপ্রধান।

তিনি দাবি করেন, গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আলজাজিরা।

এক টুইটবার্তায় ওই কর্মকর্তা অভিযোগ করেন, আলজাজিরা আল-কায়েদা, আইএস ও আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে।

তাই সৌদি জোটের উচিত- আলজাজিরার কার্যালয় বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেছেন, আমাদের অফিসে কোনো হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।
সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *