সবাইকে ছাড়িয়ে অন্য উচ্চতায় মাহমুদ উল্লাহ

Slider খেলা

193712,ahh_kalerkantho_pic

 

 

 

 

 

অধিনায়ক হিসেবে তো বটেই; ব্যাটে-বলেও সমানতালে খুলনা টাইটানসকে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয় দলের নির্ভরতার প্রতিশব্দ মাহমুদ উল্লাহ রিয়াদ। এবার তার জাতীয় দলের সতীর্থ রাজশাহী কিংসের হয়ে খেলা মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তিনি।

আজ শুক্রবার বিপিএলের চলতি পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্নামেন্টের ২৫ তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৯ রান করেন রিয়াদ। এই ইনিংসের দ্বারাই বিপিএলের সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি ৯ রানে জিতে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে মাহমুদ উল্লাহর দল খুলনা টাইটানস।

রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে বিপিএলে মাহমুদ উল্লাহর রান ছিল ৫৭ ম্যাচের ৫৩ ইনিংসে ১২৭৭ রান। এসময় ৫৩ ম্যাচে ৪৯ ইনিংসে ১২৯২ রান নিয়ে সবার উপরে ছিলেন মুশফিকুর রহিম। আজ খুলনার বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে মাহমুদ উল্লাহর সংগ্রহ ১৩৩৬।  ৩৭ ম্যাচে ৩৬ ইনিংসে ১০৬৯ রান করে তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল।

উল্লেখ্য, চলতি বিপিএলে মুশফিকের ব্যাট এখনও দাঁত বের করে হাসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *