‘বিএনপি দেশরক্ষা বাহিনীকে দিয়ে পুলিশ-আনসারের কাজ করাতে চায়’

Slider রাজনীতি

184320Kalerkantho_pic

 

 

 

 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশরক্ষা বাহিনীকে দিয়ে পুলিশ-আনসারের কাজ করাতে চায়। আর সশস্ত্র বাহিনী দিবসে তাদের অনুপস্থিতি প্রমাণ করে যে তারা এ বাহিনীকে সম্মান করে না।

এ অসম্মান কোনো ব্যক্তি বিশেষের প্রতি না, পুরো বাহিনীর প্রতি।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘৭ মার্চের ভাষণ: বাঙ্গালির অহংকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল ৭ মার্চের ভাষণ রাষ্ট্রীয় প্রচার যন্ত্রে একটি বারের জন্যও বাজাতে দেয়া হয় নি। সুতরাং ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কো নিজেই সম্মানিত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, সুভাষ সিংহ রায়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *