টাকার অভাবে শেফাউলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

Slider রংপুর শিক্ষা

23782211_764187400433837_1368325874_n

 

 

 

 

 

 

 

এম এ কাহার বকুল: লালমনিরহাট প্রতিনিধি; সংসারে দারিদ্রতা থাকার কারণে লেখাপড়ার খরচ তার হিমসিম খেয়ে যাচ্ছিলো। তাই পড়ালেখার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার ও পড়ালেখার খরচ চালাতো। কাজের পাশাপাশি লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অদম্য মেধাবী ছাত্র শেফাউল ইসলাম। কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হওয়া অনিশ্চত হয়ে পড়েছে। শেফাউল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকার দিন মজুর আবুল হোসেনের পুত্র। সে এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট থেকে অংশগ্রহণ করে মেধা তালিকায় উত্তীর্ণ হন। তার মেধা তালিকা-৪৩৪, সমাজবিজ্ঞান বিষয়ে পেয়েছেন ভর্তি হওয়ার সুযোগ। সে এসএসসি ও এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করে অর্থ জোগাড় করে লেখাপড়া চালিয়ে গেলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সে সুযোগ না থাকায় শেফাউল পড়েছে বেকায়দায়। যার ফলে মেধাবী শিক্ষার্থী শেফাউলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। শেফাউল লেখাপড়ার পাশাপাশি কখনো হাতীবান্ধার বিভিন্ন এলাকায় আবার কখনো ঢাকায় যেতেন কাজ করতে। চার ভাই বোনের মধ্যে শেফাউল তৃতীয়। তার পিতা আবুল হোসেনের রয়েছে অন্যের জমিতে মাথা গোঁছার ঠাঁই। দিনমজুরের কাজ করে আবুল হোসেনের চলে ছয় সদস্যের সংসার। শেফাউল ইসলাম লেখাপড়া করে বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু সেই স্বপ্ন পুরণে বাধা হয়ে দাড়িয়েছে দারিদ্রতা। তার স্বপ্ন পূরণে শেফাউল ইসলাম তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *