আপনার কানের ময়লাই বলে দেবে আপনি সুস্থ কিনা

Slider লাইফস্টাইল

1347316_kalerkantho_pic

 

 

 

 

যদি কানের ময়লার রং ধূসর হয়, তবে চিন্তার খুব একটা কারণ নেই। ধুলোর কারণে এমনটা হতে পারে।

যদি দেখেন আপনার কান খেকে বের করা ময়লায় সামান্য রক্তের ছিঁটে রয়েছে, তবে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনও সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। চটজলদি চিকিৎসকের পরামর্শ নিন।

খয়েরি রংয়ের কানের ময়লা দেখা গেলে বুঝে নিতে হবে গত কয়েক দিন ধরে আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন।

কানের খোল যদি সাদা রংয়ের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু জল জল ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনও গুরুতর সমস্যা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *