শুরুতে ২ উইকেট হারানোর পর সুনিল নারাইন আর কুমার সাঙ্গাকারা যেভাবে ব্যাট চালিয়ে খেলছিলেন, তাতে আরও একটি বড় ইনিংস দেখছিল ঢাকা ডায়নামাইটস শিবির। কিন্তু হঠাৎ শুরু হলো কুমিল্লার পেস আক্রমণ।
ঠিক সময়ে ব্রেক থ্রু এনে দিলেন তরুণ সাইফ উদ্দিন। আর পাকিস্তানি পেসার হাসান আলী তো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন সাকিব আল হাসানের দলকে! ১৮.৩ ওভারে মাত্র ১২৮ রানে অল-আউট হয়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস!
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আক্রমণ শুরু করেন ঢাকার দুই ওপেনার এভিন লুইস এবং সুনিল নারাইন। কিন্তু বিপত্তি ঘটতেও সময় লাগেনি। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছেন ওপেনার এভিন লুইস। আজ আর পারলেন না। পাকিস্তানি বোলার হাসান আলীর বলে ১টি ছক্কাসহ ৭ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। ১২ রানে প্রথম উইকেট হারাল ঢাকা। মেহেদী মারুফ উইকেটে এসেই কোনো রান না করে দ্বিতীয় শিকারে পরিণত হন হাসানের।
কিন্তু এরপরেই সুনিল নারাইন আর কুমার সাঙ্গাকারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা।
রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন নারাইন। দুজনে মিলে ৯২ রানের জুটি গড়েন। দলীয় ১০৪ রানে সাঙ্গাকারা (২৮) রানআউট হলে বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। ৪৫ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা সুনিল নারাইনকে ফেরান সাইফ উদ্দিন। অধিনায়ক সাকিব আল হাসানও (৩) শিকার হন এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডারের।
কায়রন পোলার্ডও রান-আউটের শিকার হন। এরপর মঞ্চে আবির্ভাব রশিদ খানের। জহরুল ইসলাম ২ রান করে এই আফগান তরুণের বলে বোল্ড হয়ে যান। তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন (১) শিকার হন হাসান আলীর। ঢাকার টেল-অ্যন্ডারও জোড়া আঘাতে ধসিয়ে দেন হাসান আলী। মোহাম্মদ সাদ্দাম (১) আর আবু হায়দার রনিকে (০) ফিরিয় ১৮.৩ ওভারেই ঢাকার ইনিংস শেষ করে দেন তিনি