রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণ পাড়া নতুন বাজার এলাকায় অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ।
গত শনিবার সন্ধ্যা পৌনে ৮ টার দিকে উপজেলার ধনুয়া নতুন বাজার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রাজীব আহম্মেদ (১৫) তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র, সে ২০১৮ সালে এসএসসি পরিক্ষার্থী ছিল। নিহত রাজীব স্থানীয় মুহাম্মদ আরফান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার সহপার্টিদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে ৮ টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য বাড়ির পাশের জমিতে খেলা কোড তৈরি করে,রাতে খেলা শুরুর আগে অবৈধ ভাবে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় রাজীব।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই ঐ ছাত্র নিহত হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।