রংপুরের ঘটনা সরকারেরই চক্রান্ত ———– ফখরুল

Slider সারাদেশ

ফখরুল20171119140818

 

 

 

 

রংপুর ব্যুরো: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা সরকারেরই একটি চক্রান্ত । রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে জড়ানো ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “রংপুরে হামলার ঘটনা একটি চক্রান্ত। দেশের অবস্থা অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আওয়ামী লীগ।

রোববার নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, রংপুরের পাগলাপীরে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি রাজনৈতিক শিষ্টাচারের স্বার্থেই স্থগিত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “জামায়াতকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং তারা আমাদের সঙ্গে জোটে দল হিসেবে আছে।”

এদিকে, মির্জা ফকরুল তার রংপুর সফর স্থগিত করেছেন। হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা রোববার পরিদর্শনে যাওয়ার কথা ছিল তার।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু বলেন, “প্রশাসনের কাছ থেকে সহায়তার আশ্বাস না পাওয়ায় মির্জা ফখরুল রংপুরের ঠাকুরপাড়ায় আসার কর্মসূচি স্থগিত করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *