গুঞ্জনের মাঝেই নেইমারকে প্রশংসায় ভাসালেন জিদান

Slider খেলা

143938neymar_kalerkantho_pic

 

 

 

 

 

পিএসজিতে নেইমারের সঙ্গে কোচ এবং সতীর্থদের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসতেই আরেকটি খবর মিডিয়ায় চলে আস; বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নেইমারকে নাকি দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রস্তাবনাও নাকি তৈরী হয়ে গেছে।

এমন গুঞ্জনের মধ্যেই পিএসজির ব্রাজিল সুপারস্টারকে প্রশংসায় ভাসালেন রিয়াল বস জিনেদিন জিদান।

মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘এটা সত্য যে, নেইমার অসাধারণ একজন ফুটবলার। আমার এই দলেও বিশ্বসেরা খেলোয়াড় আছে এবং ড্রেসিংরুমেও একই মানের খেলোয়াড় আছে। এখানে যে খেলোয়াড় আছে, আপনি কেবল তাদের নিয়ে কাজ করতে পারেন; ভবিষ্যতে কি হবে কে জানে?’

নেইমারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার পরিকল্পনার কথাটা জিদান শুনেছেন। সত্যি সত্যি নেইমার রিয়ালে আসলে তাকে ৫ বারের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে হবে। বার্সেলোনায় যেমনটা খেলতে হত রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে। মেসির ছায়া থেকে বের হতেই নাকি ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে পিএসজিতে গেছেন ব্রাজিল তারকা। এবার রিয়ালে এলেও তার একই অবস্থা হবে।

জিদান অবশ্য এতশত ভাবতে রাজী নন।

তিনি বিষয়টা বলতে গেলে এড়িয়ে গেলেন, ‘যে আমাদের হয়ে খেলে না, সেই খেলোয়াড়কে নিয়ে আমি আমার মতামত ও ভাবনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। আমি নেইমারকে শ্রদ্ধা করি। সে ভালো একজন খেলোয়াড় এবং এতটুকুই। এখন আমাদেরকে আজকের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। কে জানে ভবিষ্যতে কি হবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *