রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের অভিযোগে সোহাগ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তা থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। আটককৃত সোহাগ শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের ওমেদ আলীর ছেলে।
অভিযোগকারী সাদ্দাম জানান, তার বাড়ি কমিল্লা জেলার মুরাদনগর থানায়। বৃহস্পতিবার বিকেলে শশুরবাড়ি যাওয়ার জন্য মাওনা চৌরাস্তায় এসে বনরূপা সিনেমা হলের পাশের একটি দোকানে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎ সোহাগ ও তার অপর এক বন্ধু তাকে ধরে সিনেমা হলের ভেতর নিয়ে গিয়ে তার কাছ থেকে নগট টাকা ও পাসপোর্ট নিয়ে যায়। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী ক্রিয়েটিভ স্কুলের কয়েকজন শিক্ষার্থী এসে সোহাগ ও তার সহযোগীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ছিনতাইয়ের অভিযোগে সোহাগকে স্থানীয় কয়েজন ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।