দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মনোয়ার হোসেন ডিপজল। গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন তিনি।
এর ঠিক এক সপ্তাহ পর প্রকাশ্যে এলেন এই জনপ্রিয় অভিনেতা। রাজধানীর অদূরে তাঁর শুটিং বাড়িতে তিনি ছবির মহরতে উপস্থিত হলেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার এ কিউ খোকন পরিচালিত ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ ছবির মহরতে ডিপজল অতিথি হিসেবে উপস্থিত হন। এসময় কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ.এইচ. হায়াৎ, ছবির প্রযোজক কে এম মনিরুজ্জামান, চিত্রপরিচালক এফ আই মানিক উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের সাথে ডিপজলের ছবির মহরতের কেক কাটেন।
১৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
৩০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত ডিপজলের সফল অস্ত্রোপচার হয়।