বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় : বাণিজ্যমন্ত্রী

রাজনীতি
image_156848.tofayel (1)বর্তমান সরকারকে অনির্বাচিত ও অবৈধ বলে বিএনপির বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার ভোলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তোফায়েল বলেন, তারা (বিএনপি) বৈধ সরকারকে অনির্বাচিত ও অবৈধ সরকার বলছে, কারণ তারা সংবিধান বিশ্বাস করে না। এই রাজনৈতিক দলটি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপিরে চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া আপনি প্লেন মিস করেছেন। সময়মতো ডায়ালগে বসেননি। এখন রোজ তদবির করছেন সংলাপের জন্য। আমরা বলেছি, আপনাকে অপেক্ষা করতে হবে। তোফায়েল আহমেদ বলেন, মনে রাখবেন, শিডিউল অনুযায়ী ২০১৯ সালের ১৯ জানুয়ারির আগে  ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে, তার আগে নয়। বিদেশি রাষ্ট্রদূত বলেছে, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া হাওয়া ভবনে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। এতিমের টাকা লুটপাট করেছেন। তিনি বলেন, যাঁরা এতিমের টাকা আত্মসাৎ করেন, তাঁরা দেশ চালাবেন কিভাবে? তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলা হবে দেশের মধ্যে সমৃদ্ধ জেলা। কারণ বঙ্গবন্ধু ভোলাকে ভালোবাসতেন। শেখ হাসিনা ভোলাকে ভালোবাসেন। ভোলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছেন। সব কাজ সম্পন্ন হয়েছে, এখন সংযোগের অপেক্ষা। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন করতে ভোলায় আসবেন।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *