এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা মুন্সিপাড়া এলাকায় লিচুবাগান থেকে অন্তর (১৮) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আঁকচা মুন্সিপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত অন্তর ইসলাম (১৮) আঁকচা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলা আঁকচা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার এক ব্যক্তি লিচু বাগানে যুবকের লাশ গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় সাড়ে ৬টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তর (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষনিক পুলিশ সুপার ফারহাত আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, নিহত অন্তর দীর্ঘ ধরে পিকাপ ভ্যানের চালক হিসেবে কাজ করতো।
এ সময় পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, যুবকের গলাকাটা লাশটি দেখে মনে হয়েছে হত্যা কান্ডটি প্রায় ১০ ঘন্টা আগে ঘটিয়েছে। ঘটনার সাথে জড়িতদের জন্য গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে। ময়না তদন্ত শেষে হত্যাকান্ডের মূল রহস্য বের করা হবে।