আগামী বুধবার নিজের শহরে মাটির নিচে ঘর হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকে কাদিয়ে চলে যাওয়া ফিল হিউজেসের। বুধবার ৩ ডিসেম্বর। ওদিন নর্দার্ন নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিলে হবে হিউজেসের শেষ কৃত্য। তার সম্মানে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট স্থগিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে হিউজেসের সতীর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মহা শোকের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য।
দেশবাসী ও হিউজেসপ্রেমীদের মানসিক স্থিতিশীলতায় ফিরিয়ে আনার সময় দিতে। সাথে ক্রিকেট মাঠ থেকে ২৬ বছর বয়সেই মৃত্যুর পথে পাড়ি জমানো অস্ট্রেলিয়ার চোখের তারা হয়ে ওঠা হিউজেসকে হারানোর শোকে তাকে সম্মান জানানোর ব্যাপারটাও জড়িত তো বটেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার দুপুরে দিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার দুপুর দুইটায় হবে শেষকৃত্য। চির বিদায় জানানো হবে ২৭ এ পা রাখার মাত্র দুদিন আগে অস্ট্রেলিয়াকে শোকের সাগরে ভাসিয়ে চলে যাওয়া হিউজেসকে। স্পোর্টস হল ম্যাকসভিল হাই স্কুলে হবে অনুষ্ঠান। তারপর শেষ যাত্রা। অনুষ্ঠানে অসংখ্য মানুষের উপস্থিতি অনুমেয়। সবাই যেন হিউজেসকে শেষ সম্মান জানাতে পারে, সে জন্যই বেছে নেওয়া হয়েছে বড় এলাকা।