রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে গতকাল শুক্রবার রাতে হেরোইনসহ রবিউল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
গোয়ালন্দঘাট থানার এসআই ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রবিউল একজন মাদক ব্যবসায়ী। আট বছর ধরে তিনি গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালি ছলো বেগমের বাড়িতে থেকে এলাকায় মাদক ব্যবসার কাজ চালিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০০ পুরিয়া হেরোইনসহ রবিউলকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।