ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা সদরে এবং শনিবার ঢাকা মহানগরে সব থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।