আলী আজগর পিরু, গাজীপুর: মহানগরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়কর মেলা উদ্বোধন হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় এই মেলার উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
গাজীপুরের কর কমিশনার বেগম সুলতানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ বিপিএম(বার), গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আনোয়ার সাদাত সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদার।