চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ : পাসের হার ২৬.০২ শতাংশ

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

175750kk-kalerkantho-pic

 

 

 

 

 

ঢাকা: চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আজ বিকেলে এই ফল প্রকাশ করে।

এবার গড় পাসের হার ২৬.০২ শতাংশ।পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

এবার স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় এক লাখ ৪ হাজার ৬৯৪ জন। আর কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয় এক লাখ ৫ হাজার ১৮১ জন। মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয় মাত্র ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন।

স্কুল পর্যায়ে পাসের হার ২০.৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩৪.৬৪ শতাংশ। উভয় পরীক্ষায় গড় পাসের হার শতকরা ২৬.০২ শতাংশ। গত ২৫ আগস্ট এনটিআরসিএ এই প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *