রুপুর দুটি কবিতা

Slider সাহিত্য ও সাংস্কৃতি
22685027_1977547029171255_1694711015_n
এলোমেলো কাব্য…
অন্তরিপা রুপু।
******
নিশুতি আঁধার-
অলীক ভাবনা,
অবচেতন মন-
খোলা জানালা।

নির্ঘুম রাত-
স্বপ্নশূন্য আকাশ,
মেঘের ভেলা-
নক্ষত্রের খেলা।

অভিমানী চোখ-
লবণ জল,
ঝুম বরষা-
তুমি ছাড়া।

রচনাকালঃ২৪ সেপ্টেম্বর,২০১৭।

এলোমেলো কাব্য…
অন্তরিপা রুপু।
******
নিশুতি আঁধার-
অলীক ভাবনা,
অবচেতন মন-
খোলা জানালা।

নির্ঘুম রাত-
স্বপ্নশূন্য আকাশ,
মেঘের ভেলা-
নক্ষত্রের খেলা।

অভিমানী চোখ-
লবণ জল,
ঝুম বরষা-
তুমি ছাড়া।

রচনাকালঃ২৪ সেপ্টেম্বর,২০১৭।

 

বদলে যাই
অন্তরিপা রুপু
******************
তোমার বদলে যাওয়া ছকে
ঠিক দেখো,
আমিও একদিন বদলে যাব,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।

চির হাস্যজ্জ্বল মুখখানিও
বদলে যাবে একই সুত্রে,
দিনশেষে নিত্যকার সুখোনীড়
বদলে যাবে এক নিমিষেই,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।

দিন বদলায় রাত বদলায়
আলো আঁধারিয়া খেলায়,
আমিও না’হয় বদলে গেলাম
দিন বদলের ভেলায়,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।
রচনাকালঃ২৫ আগস্ট ২০১৭

বদলে যাই
অন্তরিপা রুপু
******************
তোমার বদলে যাওয়া ছকে
ঠিক দেখো,
আমিও একদিন বদলে যাব,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।

চির হাস্যজ্জ্বল মুখখানিও
বদলে যাবে একই সুত্রে,
দিনশেষে নিত্যকার সুখোনীড়
বদলে যাবে এক নিমিষেই,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।

দিন বদলায় রাত বদলায়
আলো আঁধারিয়া খেলায়,
আমিও না’হয় বদলে গেলাম
দিন বদলের ভেলায়,
আসলে,
বদলে যাওয়াটাই জীবন।
রচনাকালঃ২৫ আগস্ট ২০১৭

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *