রাজেন্দ্রপুরে বিপসট পরিদর্শন করলের নিশা দেশাই

জাতীয়

52244_f5

গাজীপুর: সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অবস্থিত বিপসট(বাংলাদেশ ইনস্টিটউট অব পিচ সাপোর্ট ট্রেনিং) পরিদর্শর করেছেন।

শুক্রবার সকাল ১০ টা ০৫ মিনিটে হেলিকপ্টর যোগে তিনি রাজেন্দ্রপুরে আসেন। পৌন ১টায় তিনি ঢাকায় চলে যান।

সামরিক গোয়েন্দা সূত্র সংবাদটি নিশ্চিত করে বলেছেন, নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বিপসটের কমান্ড্যান্ড মেজর জেনারেল মাকসুদুর রহমান মন্ত্রীকে স্বাগত জানান।

সফল কালে মন্ত্রী বিপসটের সামরিক প্রশিক্ষন ইউনিট ঘুরে দেখেন। এসময় সামরিকক মহড়াও পর্যবেক্ষন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *