অবঙ্গা, ——–কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

22215129_1969746933284598_783674896_n

 

 

 

 

 

 

 

 

অবঙ্গা,

——–কোহিনূর আক্তার,

কেউ বড় নয় ,
কেউ ছোট নয় ,
হিসেব কষাই তাই ।

তুমি একা বড় নিঃস্ব
মানতে হবে ভাই ।
জগৎ জুড়ে শুধু মিছে ,
আলোর দেখা নেই ।

কে ভালো কে মন্দ থার্মোমিটার নেই ,
তুমি ভালো যদিও কালো
যাচাইয়ে তা পাই ।

আকাশ ছোঁয়া স্বপ্ন তোমার
মেঘের কোলে বসে ।
সন্ধ্যা বাতি তবুও সূর্যের গগনে হাসে ।

১/১০/১৭
☪☪☪☪☪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *