কিশোরগঞ্জ: ভৈরব পৌর এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় স্থানীয় এক বাসিন্দাও ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. আরিফ। আহত স্থানীয় ব্যক্তির নাম মো. ডালিম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ভৈরব থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ রোববার রাত নয়টার দিকে স্থানীয় পৌর এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ওই ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাত লাগে ডালিমের গায়েও। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। ডালিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।