আজ বিশ্ব প্রবীণ দিবস

Slider সারাদেশ
আজ বিশ্ব প্রবীণ দিবস

আজ বিশ্ব প্রবীণ দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’।

প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মত এবারও বাংলাদেশে এই দিবসটি পালন করা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।উল্লেখ্য, ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *