জাতিসংঘের আহ্বানে সু চিকে সাড়া দিতে হবে : ব্রিটিশ মন্ত্রী

Slider টপ নিউজ
জাতিসংঘের আহ্বানে সু চিকে সাড়া দিতে হবে : ব্রিটিশ মন্ত্রী

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অং সান সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

অন্যথায় গণতন্ত্রে ফেরার পথে মিয়ানমার যে অগ্রগতি অর্জন করেছে সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে তা ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

খবর দ্য গার্ডিয়ানের।মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরুর পর পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে প্রথম রাখাইন সফর করেন মার্ক ফিল্ড।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাখাইন রাজ্য পর্যবেক্ষণের আগে মার্ক ফিল্ড মিয়ানমারের রাজধানী নেপিদোতে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন।

ওই বিবৃতিতে রাখাইন রাজ্যে ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা ও ধর্ষণ ও নির্যাতনের সাম্প্রতি ঘটনাপ্রবাহকে চরম ও অগ্রহণযোগ্য ট্রাজেডি বলে অভিহিত করেছেন মার্ক ফিল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *