লালমনিরহাটের কালীগঞ্জে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Slider সারাবিশ্ব

Kaligonj pic 1

লালমনিরহাট প্রতিনিধি;

সোমবার (১৮ সেপ্টেম্বর) লালমনিহাটের কালীগঞ্জ থানা চত্তরে  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠ ভাবে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গা পূজার সময় কালীগঞ্জ উজেলায় সবকটি পূ্ঁজা মন্ডবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালীগঞ্জ থানা পুলিশ এ সভার আয়োজন করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরক্ত পুলিশ সুপার এনএম নাসিরুউদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গেষ্ট অব অনার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহববুরজ্জামান আহম্মেদ , লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শহিদ সোহরাওয়ার্দী, লালমিনরহাট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মিজানুর রহমান, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মনিরুজ্জামান কাঞ্চন, আনসার ভিডিপি উপজেলা কমান্ডার রেখা রানী, উপজেলা পূঁজা কমিটির সভাপতি ও উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক বাবু বিজয় কুমার রায়, পূঁজা কমিটির উপজেলা সাধারন সম্পাদক দেবদাস রায় বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব মিলুসহ প্রমখ, অনুষ্ঠান উপস্থাপনা করেন হাতীবান্ধা থানার (এস আই) মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *