আট বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলতে গেছেন। আইসিসি’র উদ্যোগে বিশ্ব একাদশ এখন পাকিস্তানের মাটিতে। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। প্রথমটি হয়ে গেছে গতকাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি পাকিস্তান জিতেছে ২০ রানে। বাবর আজমের ৫২ বলে ৮৬ রানের ওপর ভর করে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ১৯৭ রান। জবাবে বিশ্ব একাদশ ৭ উইকেটে ১৭৭ রান করতে পারে। বিশ্ব একাদশের হয়ে খেলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। হাশিম আমলার সঙ্গে ওপেন করতে নেমে তিনি ১৮ বলে ১৮ রান করে ফেরেন। এরপ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ২৯ ও ড্যারেন স্যামি করেন ২৯* রান।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। অন্যদিকে সিরিজ বাঁচাতে বিশ্ব একাদশকে আজ জিততেই হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার। ম্যাচ