সানি-সাকিবের জোড়া আঘাত

খেলা

52000_bijoy

ঢাকা: ৬ বলের ব্যবধানে জোড়া আঘাত হেনে জিম্বাবুয়ের সামনে টার্গেট আরও কঠিন করলেন আরাফাত সানি ও সাকিব আল হাসান। ১৮তম ওভারের শেষ বলে আরফাত সানি জিম্বাবুয়ের ৪১ রানের জুটি ভেঙে চাপ বাড়ান সফরকারীদের । এতে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরে যান আগের ম্যাচে জিম্বাবুয়ের হাফসেঞ্চুরিয়ান সলোমন মিরে। পরের ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ভরসা ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব। এতে ১৯ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮২/৫-এ। তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা । বল হাতে প্রথমে জোড়া আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক । পরে বাংলাদেশ পেসার রুবেল হোসেনের ডেলিভারিতে জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হয় মাশরাফিরই দারুণ ক্যাচে। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশ পেসার মাশরাফির বলে জিম্বাবুয়ে ওপেনার ভুসিমুজি সিবান্দার ক্যাচ তালুবন্দি করেন আরাফাত সানি। ২৯৮ রানের টার্গেটে বাংলাদেশ পেসার মাশরাফি জিম্বাবুয়ের অপর ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার উইকেট তুলে নেন দলীয় ২২ রানে। রুবেল পান ওয়ানডাউন ব্যাটসম্যান মারুমার উইকেটটি। এর আগে ২৯৭/৬ সংগ্রহ নিয়ে থামে বাংলাদেশের ইনিংস। এতে শেষ দিকে ব্যাট হাতে মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে। সাব্বির রহমান করেন ২২ রান। বাংলাদেশ ইনিংসের শেষ ভাগে মাত্র ৫ বল ও ৫ রানের ব্যবধানে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট খোয়ায় বাংলাদেশ। ৪৩.১তম ওভারে দলীয় ২৩৯ রানে উইকেট দেন সাকিব। ৪৩.৬তম ওভারে স্কোর বোর্ডে বাংলাদেশের ২৪৪ রান রেখে আউট হন মুশফিক। সাকিব ব্যক্তিগত ৪০ ও মুশফিক করেন ৩৩ রান। এর আগে ব্যাট হাতে ক্ষণিকের ধৈর্যচ্যুতির খেসারত দেন এনামুল হক বিজয়। অযথা বড় শট হাঁকাতে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন এ বাংলাদেশি ওপেনার। জিম্বাবুয়ে লেগ স্পিনার তাফাদজাওয়া কামুঙ্গোজিকে ছক্কা হাঁকাতে গিয়ে এনামুল নিজের উইকেট বিসর্জন দেন ব্যক্তিগত ৯৫ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারীরা টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিংয়ে ১২১ রানের জুটি গড়ে তোলেন তামিম-বিজয়। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৬৩ বলে ৪০ রান নিয়ে সাজঘরে ফেরেন। ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক আউট হন ব্যক্তিগত ১৫ রানে। চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দু’টি জিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে আছে। বাংলাদেশ দলে পেসার আল-আমিনের পরিবর্তে আজ দলে রাখা হয়েছে শফিউল ইসলামকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *