
শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, শৈলকুপার রত্নাট গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে রয়েছে জিন্সের প্যান্ট। গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অন্য কোন স্থান থেকে তাকে ধরে এনে ঘটনাস্থলে হত্যা করে লাশ ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।