সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে ২ রোহিঙ্গা শিশু আহত

Slider সারাবিশ্ব
সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে ২ রোহিঙ্গা শিশু আহত

উখিয়ার পাশ্বর্বতী নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৪ নং পিলারের কাছে মিয়ানমারের উত্তর পাড়ায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন- মিয়ানমারের উত্তর পাড়ার শাকের আহমদের ছেলে কায়সার (১০) ও নুরুল আমিনের ছেলে আলম (৭)। আহতদের উখিয়া শরণার্থী ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলার ছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলে গুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের পায়ে ও আলমের কপালে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীমান্ত পাড়ি দিয়ে এপারে নিয়ে আসে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মনঞ্জুরুল হাসান খান জানান, মাইন বিস্ফারণ ঘটনায় মিয়ানমারের ওপারে ২ শিশু আহত হওয়ার খবর পেয়েছি।

উল্লেখ্য, গত সোমবার জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩১নং পিলারের রায়বুনিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে সাবেকুন্নাহার (৪৫) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *