দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ীতে সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে মো. সজিব (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের আল হেরা গরুর ফার্ম সংলগ্ন ভূল্লী নদীতে এ ঘটনা ঘটে।সজিব বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদ পাড়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে এবং ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন জানান, দুপুর ১টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের আল হেরা গরুর ফার্ম সংলগ্ন ভূল্লী নদীতে একদল শিশু সাতার কাটতে নামে। সাতার কাটার একপর্যায়ে মো. সজিব পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে শিশু জাকিরকে উদ্ধারে তৎপরতা শুরু করে।শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, ঘটনার পর থেকে এলাকাবাসী জাল নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বেলা ৩টায় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মো. জয়নাল আবেদীনের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ নদীতে ডুবে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।