আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পাখি মারা বন্দুকের গুলিতে এক বৃদ্ধকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়ায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বিকেলে উপজেলার রতœপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের হারুন তালুকদার তার বসতঘরের বারান্দায় বসা ছিলেন। তখন একই এলাকার মৃত ফারুক সেরনিয়াবাতের ছেলে রনি সেরনিয়াবাত একটি পাখি মারা বন্দুক (এয়ারগান) দিয়ে পাখি মারার উদ্যোশে গুলি করলে গুলিটি হারুন তালুকদারের হাতে লাগে এবং গুরুতর আহত হন। আহত হারুন তালুকদারের পরিবারের লোকজন প্রথমে উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। শেবাচিমে নেয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করে। এই ঘটনায় আহত হারুন তালুকদারের ছেলে রুবেল তালুকদার বাদী হয়ে ২৮ আগস্ট আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার এসআই মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
অপূর্ব লাল সরকার
প্রতিনিধি,
আগৈলঝাড়া, বরিশাল।