মুম্বাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ১৫ জনের প্রাণহানি

Slider খেলা
মুম্বাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ১৫ জনের প্রাণহানি

দুই কোটি লোকের শহর মুম্বাই। বিগত এক যুগের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শহরটিতে।

কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ ছিল ৩০০ মিলিমিটারের বেশি। যা ১৯৯৭ সালের আগস্ট মাসের পর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড।ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ঘর বাড়ি ধসে পড়া ও বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় ২ শিশুসহ ১৫ জনের প্রাণহানি ঘটেছে। অনেকেই নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার মুম্বাইয়ে গড় বৃষ্টিপাতের ৩০ গুন বেশি বৃষ্টি হয়। নিচু এলাকাগুলোতে পানি জমে যায়। রাস্তায় পানি জমে যাওয়ার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটায় যানজট চরম আকার ধারণ করে। শহরের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দূর পাল্লার ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হলেও সব লোকাল ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হাজার হাজার মানুষ ট্রেন স্টেশন ও অফিসে আটকে পড়ে।

অন্যদিকে আজ সকালে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও ভারতের আবহাওয়া অফিস বলছে, বিকেলের দিকে কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *