খুলনায় ৯ বছরের শিশু হাসমিকে হত্যার ঘটনায় তার মা-সহ চারজনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন।
মামলার পাঁচ আসামির মধ্যে হাসমির মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী, মো. রসুল, মো. হাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মো. রাব্বিকে খালাস দেওয়া হয়।