জানা যায়, আজ রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ভেঙ্গে দ্বিখন্ডিত হয়েছে।
এদিকে, পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ ব্যাপারে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাইবো) সহকারি প্রকৌশলী হারুনর রশিদ বলেন, ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে সরকারিভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়নি। স্থানীয় লোকজন ক্ষেতের ফসল রক্ষায় তারাকান্দিসহ বেশ কয়েক স্থানে বাঁধ নির্মাণ করেছিলেন। কিন্ত নদীর পানি বেড়ে প্রায় সব গুলো বাঁধই ভেঙ্গে গেছে।
এদিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, বাঁধ ভাঙ্গা বন্যায় ইতিমধ্যেই প্রায় ১৫ গ্রামের নিম্নাঞ্চলের ক্ষেতের ফসল তলিয়ে গেছে। প্রতি মহুর্তে ভাটির দিকে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়া, বাড়িঘরে পানি উঠার পাশাপাশি কাঁচা রাস্তা ভেঙ্গে যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তাকে জানানো হয়েছে।