বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং অ্যাকশন ক্যামেরা

Slider টপ নিউজ
বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং অ্যাকশন ক্যামেরা

বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং ক্যামেরা আনলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য সংস্থা ‘ফ্লেয়ার’। এই ক্যামেরা ড্রোনের সঙ্গে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

এর বিশেষত্ব হল এই ক্যামেরায় দুটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।  একটিতে আছে ১৬০X১২০ রেজুলেশনের থার্মাল ইমেজ সেন্সর। অন্যটিতে আছে ১৯২০X১০৮০ ভিসিবল লাইট ক্যামেরা। এর দুটো ক্যামেরা একসঙ্গে কাজ করে।

এই ক্যামেরা স্টিল ইমেজও নিতে পারে। এতে এইচডিএমআই ভিডিও আউটপুট রয়েছে। এছাড়াও ফ্লেয়ারের আরেকটি মডেলের ক্যামেরা রয়েছে। যার মডেল ডুও আর। যেটিতে রেডিওমেট্রিক টেমপেরেচার মেসারমেন্ট পাওয়া যাবে। এই ক্যামেরার অন্যান্য ফিচার ফ্লেয়ার ডুও ক্যামেরার মতোই। দুটি ফোনেরই সাইজ প্রায় সমান৷ ডুও আর ক্যামেরা সম্পূর্ণ রেডিওমেট্রিক ভেরিয়্যান্ট৷ দুটি ফোনেই হবে ১০৮০p HD ভিডিও৷

দুটি ক্যামেরাই ফ্লেয়ার অ্যাপের ব্লুটুথের সাহায্যে চালানো যাবে৷ অ্যান্ড্রয়েড ও iOS অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই অ্যাপ৷ ড্রোন ব্যবহারকারীদের জন্য ১২ হাজার ফিট পর্যন্ত অপারেট করার বন্দোবস্ত থাকছে৷ এর পরিমাপ ৪১-৫৯-২৯.৬ মিমি৷ ওজন ৮৪ গ্রাম৷

এছাড়া ফ্লেয়ার আলাদাভাবে একটি নতুন ভার্শন আনছে৷ সেটি ফ্লেয়ার ওয়ান৷ এখানে অ্যান্ড্রয়েড ও iOS-এর থার্ড জেনারেশন অ্যাকসেসারিজ থাকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *