সাংবাদিক শিমুল হত্যা; আত্মসমর্পণের পর ৭ আসামি কারাগারে

Slider জাতীয়

bdp_simul

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছে। আজ শুনানী শেষে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হাসিবুল হক জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

এরা হলো- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রমানিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬)।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড কিপার (জিআরও) মো. আতাউর রহমান বলেন, ৭ আসামি শাহজাদপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিল।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে মেয়র মিরুর গুলিতে সাংবাদিক শিমুল আহত হয়। পরদিন ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জসিট দিয়েছে। এ ঘটনায় আটক মেয়র মিরু এখনো জেলহাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *